Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

স্ন্যাপচ্যাট থেকে পদত্যাগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ PM

bdmorning Image Preview


জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের চিফ স্ট্র্যাটেজি অফিসারের (সিএসও) পদ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান খান। সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে বলা হয়েছে। ২০১৭ সালের পর ধুকে ধুকে চলা এ কোম্পানীটির অবশিষ্ট কয়েকজন কর্মকর্তাদের একজন তিনি।

রয়টার্স, বিজনেস ইনসাইডারসহ বিভিন্ন গণমাধ্যম স্নাপচ্যাটের সিইওর বরাত দিয়ে বলছে, নিজের নতুন প্রতিষ্ঠান খোলার চিন্তা থেকেই ইমরান স্নাপচ্যাট ছেড়েছেন। নতুন করে শুরু করতে যাওয়া ইমরানের নতুন প্রতিষ্ঠানও হবে প্রযুক্তিসংশ্লিষ্ট।

সোমবার এক বিবৃতিতে স্ন্যাপচ্যাট বলছে, ইমরান খানের জায়গায় অন্য কাউকে নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি কোম্পানির সঙ্গেই থাকবেন। এ ঘটনা সম্পর্কে অবহিত এক কর্মকর্তা বলেন, আশা করা হচ্ছে পরবর্তী সময়ে তিনি একটি ফার্ম চালু করবেন; যা স্টার্ট-আপ প্রযুক্তিতে বিনিয়োগ এবং সহযোগিতা করবে।

ইভান স্পিজেল পরিচালিত এক সময়ের উড়তে থাকা সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটের দুঃসময়ে প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর অপেক্ষায় থাকা সর্বশেষ উচ্চপদস্থ কর্মকর্তা ইমরান খান। মার্কিন এই কোম্পানির প্রকৌশল বিভাগের সাবেক প্রধান টিম সেহন গত ডিসেম্বরে পদত্যাগ করেন।

এছাড়া স্ন্যাপচ্যাটের হেড অব প্রোডাক্ট টম কনরাডের পদে গত মার্চে রদবদল করা হয়। চলতি বছরে মে মাসে চিফ ফাইন্যান্সিয়াল কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয় টিম স্টোনকে।

গত ছয় মাসে শেয়ারবাজারে কোম্পানিটির ৪০ শতাংশেরও বেশি স্টক দরপতন হয়। সোমবার ইমরান খানের এ ঘোষণার পর আবার তিন শতাংশ শেয়ারের দরপতন ঘটে।

Bootstrap Image Preview