উয়েফা নেশন্স লিগে রোমেলু লুকাকুর জোড়া গোলে ৩-০ ব্যবধানে আইসল্যান্ডকে উড়িয়ে দিল বেলজিয়াম। দলের পক্ষে অন্য গোলটি করেন ইডেন হ্যাজার্ড।
মঙ্গলবার রাতে রেইকিয়াভিকে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ করতে থাকে বেলজিয়াম। ম্যাচের ২৯তম মিনিটে স্পট কিকে দলকে এগিয়ে নেন হ্যাজার্ড। এরপরই লুকাকুকে ডি-বক্সে মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় বেলজিয়াম।
৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু। ভিনসেন্ট কোম্পানির হেড গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালে পাঠান তিনি। আর ৮১তম মিনিটে ড্রিস মের্টেন্সের ক্রস ডি-বক্সের মাঝ বরাবর পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন লুকাকু।