Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মতলব উত্তরে ৬ হাজার পিস ইয়াবাসহ আটক ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩১ PM

bdmorning Image Preview


জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) প্রতিনিধিঃ

চাঁদপুরের মতলব উত্তরে ৬ হাজার ২২৬ পিস ইয়াবাসহ মো. তাজেল (৩৯) নামক এক জনকে আটক করেছে পুলিশ। এই মাদকের আনুমানিক মূল্য ১৮ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে  উপজেলার সটাকী-সুগন্ধী সড়কের পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার হোগলা কান্দি গ্রামের করিম মোল্লা ওরফে তুল্লা মোল্লার ছেলে।

অভিযান পরিচালনা করেন- মতলব উত্তর থানার ওসি মোঃ কবির হোসেন। এসআই গোলাম মোস্তফা ও এএসআই আনিছুর রহমান চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স অভিযানে ছিলেন।

মতলব উত্তর থানার ওসি মো. কবির হোসেন জানান, উপজেলার সটাকী-সুগন্ধী সড়কের পশ্চিম পাশ থেকে স্থানীয় পৌরসভার মেয়র রফিকুল আলম জজ ও নেতাকর্মীদের সহযোগীতায় তাজেলকে গ্রেফতার করি। এ সময় তার সাথে থাকা ৬ হাজার ২২৬ পিস ইয়াবাও জব্দ করা হয়।

তিনি বলেন, জব্দকৃত ইয়াবা বড়ির দাম হবে প্রায় ১৮ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যাকেই এর সাথে যুক্ত পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।

Bootstrap Image Preview