Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০২৪ | ১১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১২ সেপ্টেম্বর থেকে বিএসইসির সপ্তাহব্যাপী রজতজয়ন্তী উদযাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬ AM

bdmorning Image Preview


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের প্রতিষ্ঠার সন অনুযায়ী এ বছর কমিশনের রজতজয়ন্তী। এ উপলক্ষে বিএসইসি আগামী ১২ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী রজতজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার বিএসইসির সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান।

বিএসইসির প্রাথমিক ও প্রধান উদ্দেশ্যাবলির মধ্যে সিকিউরিটিজ বাজারের স্বচ্ছতা নিশ্চিতকরণ ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষা, সিকিউরিটিজ বাজারের উন্নয়ন, যথাযথ পদ্ধতিতে সিকিউরিটিজ ইস্যু এবং ইস্যুপ্রক্রিয়ায় সংশ্লিষ্ট আইনের অনুসরণ নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন আইন, অধ্যাদেশ, নীতি ও প্রবিধি প্রণয়ন ও প্রচার এবং সিকিউরিটিজ বাজারের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে নির্দেশনা ও নেতৃত্ব প্রদান উল্লেখযোগ্য।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিউশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। কমিশনের ২৫ বছর পুর্তিতে তাই সপ্তাহব্যাপী নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে কমিশনের একটি শক্ত ভিত্তির উপর দাড়িয়েছে। প্রথম শ্রেণীর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি পুজিবাজারে স্বচ্ছতা ও জবাব্দিহিতার সাথে রেগুলেশন ও সুশাসন নিশ্চিত করেছে।

রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতীয় সংসদের স্পীকার, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র সচিবগণ, ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তাগণ ও বিএসইসির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

ঢাকা ও চট্রগামের বিভিন্ন ভেন্যুতে ১২ থেকে ১৭ সেপ্টম্বর পর্যন্ত এই রজজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Bootstrap Image Preview