Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ আটক ১

আব্দুল্লাহ আল নোমান ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৫৯ AM

bdmorning Image Preview


ফেঞ্চুগঞ্জ থেকে ইয়াবাসহ ফাহিম আহমদ  (২৫) নামের ১ যুবককে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। এ সময় তাঁর  কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গতকাল রবিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাঠালটিলা এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত ইয়াবা ব্যবসায়ী ফাহিম উপজেলার ছত্তিশ গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। ফাহিমের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং (২)।

পুলিশ জানায়, রবিবার  (৯ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক খালেদ চৌধুরী এএসআই কাওসারের  নেতৃত্বে পুলশের একটি দল সাদা পোশাকে  ইয়াবার ক্রেতা সেজে ইয়াবা কিনতে যায়। তখন পুলিশ পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে ফাহিমকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা এলাকা থেকে  আটক করা হয়। 

ফেঞ্চুগঞ্জে থানার (ওসি তদন্ত) খালেদ চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত চলবে। ফেঞ্চুগঞ্জ থানাকে মাদকমুক্ত করা হবে।

Bootstrap Image Preview