নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তল্লাশি চালিয়ে ২৬ লাখ টাকা মূল্যের ৮ হাজার ৮শ পিস ইয়াবাসহ তুহিন (১৯) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু এ তথ্য জানান।
আটক তুহিন মানিকগঞ্জের সাটুরিয়া গাছবাড়ি এলাকার লিয়াকত আলীর ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে রোববার রাত ১০টায় সাইনবোর্ড এলাকায় তল্লাশি করে তুহিনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছে থাকা পৃথক ৪৪টি প্যাকেট থেকে ৮হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।