Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে আওয়ামী লীগের কার্যালয় ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ

জোবায়ের হোসেন রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৯ AM

bdmorning Image Preview


বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।

রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় ৩২ জনের নাম উল্লেখ এবং ৩৫জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের হয়েছে। 

নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০ টার দিকে দূর্বৃত্তরা মোটরসাইকেল যোগে এসে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে দু'টি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আওয়াজে পথচারী ও ব্যবসায়ীদের মধ্য আতঙ্ক ছড়িয়ে পরে। 

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে ৫ টি ও বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩ টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

Bootstrap Image Preview