Bootstrap Image Preview
ঢাকা, ০৪ বুধবার, ডিসেম্বার ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে মিলন হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৭ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৭ AM

bdmorning Image Preview


গাজীপুরে মিলন ভূইয়াকে হত্যার দায়ে সাতজনকে ‍মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার বেলা পৌনে ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। তাদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।

পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মো. মাসুম ওরফে মামা মাসুম। খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক।

উল্লেখ্য, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূঁইয়াকে হত্যা করা হয়। মিলন সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন।

এ ঘটনার পর দিন নিহতের মামা আক্তার হোসেন বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ মামলার রায় দেয়া হল।

Bootstrap Image Preview