Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জামালপুরে মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার 

এস.এইচ.এম.এহসান, জামালপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৬ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৬ AM

bdmorning Image Preview


জামালপুরে মোবাইল প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি চোরাই মোটরসাইকেলসহ ৫০টি বিভিন্ন সিম কার্ড জব্দ করা হয়েছে।

রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের বেলটিয়াস্থ র‌্যাব-১৪ কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান এ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, সদরের শরীফপুরের রনরামপুর গ্রামের ওবাইদুর রহমান, স্ত্রী রোমানা বেগম, তার শ্যালক নাজমুল হোসেন বিভিন্ন সময়ে মোবাইলে প্রতারণার মাধ্যমে চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে সাধারণ নিরীহ লোকদের ঠকিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে প্রতারকদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল এবং ৫০টি বিভিন্ন সিম কার্ড জব্দ করে।

র‌্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন থেকে কখনো পুলিশ সুপার কখনোবা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা সেজে এ পর্যন্ত মানুষের কাছ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেফতারদের মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

সদর থানার ওসি নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview