রাজধানীর ডেমরা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ গাঁজা ও ১৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি'র গোয়েন্দা উত্তর বিভাগ।
ডিবি সূত্রে জানা যায়, ০৯ সেপ্টেম্বর, ২০১৮ তারিখ সন্ধ্যা ০৭.১৫ টায় ডেমরা থানা এলাকায় বিশেষ অভিযান করে ডিবি উত্তরের গুলশান জোনাল টিম। এ সময় ১৯০ বোতল ফেন্সিডিল ও ১৫ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- লিটন (৩৫), মোঃ জয়নাল আবেদীন (৩০) ও মোঃ মনির হোসেন (২৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কুমিল্লা সীমান্ত হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ঢাকায় এনে ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর ডেমরা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।