ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম বলেছেন, বাংলাদেশ সম্পর্কে হয়তো তাদের (ব্রুনাই) খুব বেশি ধারণা নেই। তারা বাংলাদেশকে তাদের দেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাতে এসেছে। তাদের আগ্রহ দেখে আমরা খুব খুশি হয়েছি।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় এফবিসিসিআই সভাকক্ষে ব্রুনাই-এর একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল ও (এফবিসিসিআই) নেতৃবৃন্দের মধ্যে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা তাদের দেশে গিয়ে বিনিয়োগের পরিবেশ পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবো। লাভজনক হলে আমরা অবশ্যই ব্রুনাইতে বিনিয়োগ করবো।
ফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় ব্রুনাই'র বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। এফবিসিসিআই'র সহ-সভাপতিবৃন্দ এবং পরিচালকবৃন্দসহ দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।