Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, ডিসেম্বার ২০২৩ | ২৭ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ধানমণ্ডি লেক থেকে 'ও' লেভেল শিক্ষার্থীর লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৮ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩০ AM

bdmorning Image Preview


রাজধানীর ধানমণ্ডির লেকের পানিতে থেকে মোশরাত খন্দকার ইমি নামে 'ও' লেভেলের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী আবদুল আলীম জানান, ঝিগাতলার কাছে ধানমণ্ডি লেকে এক কিশোরী ভাসছিল। তিনিসহ আরও এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। কীভাবে ওই কিশোরী ধানমণ্ডি লেকে পড়ল এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানা যায়, ইমির বাবার নাম লিয়াকত খন্দকার। ইমি পরিবারের সঙ্গে মোহাম্মদপুরে বসবাস করত। সে ধানমণ্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী।

রাতে মোহাম্মদপুর থানার এসআই আকবর হোসেন বলেন, কীভাবে ওই কিশোরী লেকে পড়ল এ বিষয়ে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

Bootstrap Image Preview