Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লা লিগার সম্প্রচার স্বত্বে আমূল পরিবর্তন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৮, ১১:০০ AM
আপডেট: ১৪ আগস্ট ২০১৮, ১১:০০ AM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। তবে চলতি মৌসুম ও আগমী দুই মৌসুমে লা লিগা খেলা উপভোগ করার একমাত্র উৎস হচ্ছে ফেসবুক। রয়টার্স জানিয়েছে ৩ বছরের জন্য বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের ৮টি দেশের লা লিগার সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ফেসবুক।

 

২০১৪ সাল থেকে ইউরোপের অন্যতম প্রভাবশালী লিগটির সম্প্রচার করত সনি টেন।এই চ্যানেলেই বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তানের দর্শকরা লা লিগার খেলা দেখত। তবে আগামী ৩ বছর এই অঞ্চলের ভক্তদের লা লিগার সকল খেলা  সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ফেসবুক।

লা লিগার ডিজিটাল স্ট্রাটেজি বিভাগের প্রধান আলফ্রেডো বেরমেজো বলেন, ভারতীয় উপমহাদেশর মতো গুরুত্বপূর্ণ একটি অঞ্চলে বিনামূল্যে সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়ে আমারা আনন্দিত। উপমহাদেশে প্রায় ৩৪৮ মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। লা লিগার সোশ্যাল মিডিয়ার পেজগুলোর সঙ্গে গত বছরে ২.২ মিলিয়ন ব্যবহারকারী সংযুক্ত হয়েছেন।

ইউরোপের অন্যতম প্রভাবশালী লিগটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মৌসুমে মোট ৩৮০টি ম্যাচ রয়েছে। যার প্রতিটিই বিনা মূল্যে ফেসবুকের মাধ্যমে প্রচার করা হবে।

Bootstrap Image Preview