Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডে কনফারেন্স শেষে দেশে ফিরলেন ইবি ভিসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৭:২৭ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৭:২৭ PM

bdmorning Image Preview


ইবি প্রতিনিধিঃ

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ‘রিসার্স এন্ড এডুকেশন অ্যাডভান্সড নেটওয়ার্ক’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স শেষে দেশে ফিরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। তিনি ১১ আগস্ট রাতে দেশে ফেরেন।

 

আজ রবিবার সকালে ভাইস চ্যান্সেলর তাঁর নিজ কার্যালয়ে উপস্থিত হলে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতিসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রর (ভার:) এস, এম, আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সহ-সভাপতি মোঃ সাইফুল আলম, সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর পক্ষ থেকে নিউজিল্যান্ডে ৫-৯ আগস্ট অনুষ্ঠিত ‘রিসার্স এন্ড এডুকেশন অ্যাডভান্সড নেটওয়ার্ক’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে গত ৩ আগস্ট নিউজিল্যান্ড গমণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

Bootstrap Image Preview