Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনটি নিজের মতোই কাটাচ্ছেন আহমেদ শরীফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং বিনোদন ডেস্ক-

বাংলা সিনেমার জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ। আজ (১২ আগস্ট) তার জন্মদিন। বিশেষ এই দিনটিকে ঘিরে তেমন কোন আয়োজন না থাকায় পরিবারের সাথে নিজের মতোই সময় কাটাচ্ছেন এই অভিনেতা।

 

এ প্রসঙ্গে আহমেদ শরীফ বলেন, ‘নিজের মতো করেই কাটাচ্ছি আজকের দিনটি। কারো সাতেও নেই পাঁচেও নেই। আমি আমার মতো ভালো আছি। অনেকেই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। বেশ ভালোই লাগছে। চলচ্চিত্রে অভিনয় করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ভালোই কাটছে আমার দিনগুলো।’

আহমেদ শরীফ বর্তমানে উত্তরার চার নম্বর সেক্টরে স্ত্রী মেহরুন আহমেদ ও একমাত্র কন্যা আফিয়া মুবেশ্বীরাকে নিয়ে বাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বাসায় অবসরে ক্রিকেট খেলা ও খবর দেখতে বেশি পছন্দ করেন। অবসরে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় থাকতে ভালোবাসেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবসরে বই পড়ি ও টিভি দেখি। বিশেষ করে ক্রিকেট খেলা আমি একবার দেখতে বসলে কোনো বল বা ব্যাট দেখা মিস দিই না। টানা খেলা দেখি। আর লেখকদের মধ্যে সমরেশ মজুমদার ও সুনীল গঙ্গোপাধ্যায়ের বই পড়তে পছন্দ করি।’

Bootstrap Image Preview