Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাত মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মাঠে নামলেন সানিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৬:১৬ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৬:১৬ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

বিয়ের আট বছর পর মা হতে চলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা৷ হাঁটুর চোটের গত বছর থেকে কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন সানিয়া৷ অন্তঃসত্ত্বা হওয়ার পর অবশ্য পুরোপুরি বিশ্রাম নেন ভারতীয় টেনিস তারকা৷তবে এবার অন্তঃসত্ত্বার অবস্থায় ব়্যাকেট হাতে কোর্টে বল মারার ভিডিও  ইনস্টাগ্রামে পোস্ট  করেছেন।

 

দু’দিন সানিয়া গোলাপি গাউন পরে টেনিস কোর্টের নেটে পাশে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন সানিয়া৷ যেখানে ক্যাপশন দিয়ে তিনি লেখেন, ‘ইউ ক্যান টেক দ্য প্লেয়ার অফ দ্য টেনিস কোর্ট ফর এ ওয়াইল..বাট ইউ ক্যান নট টেক টেনিস আউট অফ দ্য টেনিস প্লেয়ার এভার৷’

গত বছর হাঁটুর অস্ত্রোপচার হয় ছ’টি গ্র্যান্ড স্ল্যামের মালিকন সানিয়ার৷ ফলে তাঁর কেরিয়ার যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়ে৷ তবে এখনও দেশের হয়ে অলিম্পিকে পদক জেতার স্বপ্ন দেখেন সানিয়া৷ ২০২০ টোকিও অলিম্পিকে দেশের হয়ে পদক জিততে চান হায়দরাবাদি টেনিস সুন্দরী৷ হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি জানিয়েছিলেন, ‘এটা সময়ের অপেক্ষা৷ হাঁটুর চোটের জন্য আমি কোর্ট থেকে দূরে সরে বাধ্য হয়েছি৷ কিন্তু আমার আবার ভালো সময় আসবে৷ তবে এই সময়টা আমি পরিবারের সঙ্গে শেয়ার করতে চাই৷ এটা আমার জীবনের নতুন অধ্যায়৷’

Bootstrap Image Preview