বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-
সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার খেলা সকলের মন জয় করেছে।কিন্তু তার থেকে ক্রোয়েশিয়ার প্রেসিডন্টে কোলিন্দা গ্রাবার কিতারোভিচের গ্যালারিতে বসে আনন্দ উল্লাস আরো বেশি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।কিন্তু এর বাইরেও খবরের শিরোনামে রয়েছেন তিনি। সমুদ্র সৈকতে ক্রেয়েশিয়ার প্রেসিডেন্টের বিকিনি পরা কয়েকটি ছবি সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছে। এরপরেই কোলিন্দাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী প্রেসিডেন্ট বলা হচ্ছে। কিন্তু, ভাইরাল হওয়া সেই ছবি গুলি কি সত্যিই কোলিন্দার?
এখন প্রশ্ন হচ্ছে কীভাবে ৫০ বছর বয়সেও নিজেকে আকর্ষণীয় করে রেখেছেন তিনি এই নিয়ে আলোচনার ঝড় ওঠে। ২০১৫ সালে ক্রেয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন কোলিন্দা গ্রাবার কিতারোভিচ।
ব্যক্তিগত ও পেশাগত জগত্ পৃথক রেখে জীবনযাপন করায় তাঁর সুনাম আছে। এহেন কিতারোভিচ যে প্রেসিডেন্ট হয়ে এমন ছবি তুলবেন না, সে বিষয়ে তাই একমত একটা বড় অংশ।
দিকে সামনে এসেছে ভিন্ন তথ্য। জানা যাচ্ছে, বিকিনি পরা যে ছবিগুলি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচের ছবি বলে ভাইরাল হয়েছে, সেগুলো আসলে তাঁর ছবিই নয়। ছবিগুলি আমেরিকান মডেল কোকো অস্টিনের। ২০০৯ সাল নাগাদ এই ছবিগুলি তোলা হয়েছিল। এরপর ২০১৫ সালে কোলিন্দা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই তা ভাইরাল হওয়া শুরু হয়। অদ্ভুতভাবে ক্রোট প্রেসিডেন্টের সঙ্গে সাদৃশ্য রয়েছে মার্কিন মডেল অস্টিনের।
তবে এই প্রথমবার নয়, এর আগেও কোলিন্দাকে এমন বিব্রত হতে হয়েছে। প্রায় এক দশক আগে একটি সার্বিয়ান ট্যাবলয়েডের প্রতিবেদনে দাবি করা হয় যে, ক্রোট প্রেসিডেন্ট কোলিন্দা একজন পর্নস্টার ছিলেন এবং যে ছবিটি দিয়ে খবরটা ভাইরাল করা হয় তা ছিল আমেরিকান পর্ন স্টার ডায়মন্ড ফক্সের।