Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কোরবানির পশুর হাট আকর্ষনীয় করতে নরসিংদীতে মুক্ত মতামত গ্রহণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৮:৫০ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৮:৫০ PM

bdmorning Image Preview


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:

আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে নরসিংদী জেলার ৬টি উপজেলার ৭২ টি ইউনিয়নের প্রতিটি কোরবানী পশুর হাট সকলের কাছে আকর্ষনীয় করে তোলার লক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

আজ ৮ আগষ্ট বুধবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মোতালিব পাঠান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি বেনজীর আহম্মেদ বেনু, এম এ আউয়াল, মঞ্জুলে মিল্লাদ, বিশ্ব শম্ভুনাথ, নিবারণ বাবু, সাইফুল ইসলাম রুদ্র সহ জেলার সকল সাংবাদিকগন এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় নরসিংদী জেলার প্রতিটি কোরবানী হাটগুলোতে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং হাটগুলো যেন আকর্ষনীয় হয় সেই জন্য সবার কাছে থেকে মুক্ত মতামত গ্রহন করা হয়। উক্ত সভায় আরো বলা হয় যে, প্রতিটি উপজেলায় দায়িত্বে থাকা নির্বাহী অফিসারদের প্রতিনিয়ত কোরবানী হাটবাজার গুলো পরিদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, দূর দূরান্ত থেকে এ জেলায় আসা পশু ব্যবসায়ীদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ নিরাপত্তার বিষয়ে আমরা ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছি।

এ সময় তিনি হাটগুলোতে বিশৃঙ্খল এবং জাল টাকা-পয়সার কোন সন্ধান পেলে সাথে সাথে নিকস্থ পুলিশদের অবগত করার নির্দেশনা দেন। এছাড়া প্রতিটি হাটে জাল টাকা সনাক্ত করার লক্ষ্যে টাকা সনাক্ত করার মেশিন দেওয়া হবে।

ঈদ উপলক্ষ্যে অনেক জেলা থেকে আগত সাধারণ মানুষদের সার্বিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সকলকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এ জেলার প্রতিটি কোরবানী হাটবাজারগুলোর নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক।

Bootstrap Image Preview