বিডিমর্নিং ডেস্ক-
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই ২২ আগস্ট পবিত্র ঈদ উল আজহা উদ্যাপিত হবে। ২০ আগস্ট পবিত্র হজ পালন হবে।
আজ রবিবার সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
এর আগে গতকাল শনিবার সৌদি আরবের আকাশে আরবি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে এবং দেশটির সুপ্রিম কোর্ট রবিবার আরবি জিলহজ মাসের প্রথম দিন বলে ঘোষণা করেছেন। দেশটির সুপ্রিম কোর্টের সভাপতি ঘিহাব বিন মোহাম্মদ আল-ঘিহাব এই ঘোষণা দেন বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
ইসলাম ধর্মের নিয়ম অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদ-উল-আজহা উদযাপিত হয়। সেই হিসাবে আগামী ২১ আগস্ট সৌদি আরবে তে ঈদ-উল আজহা উদযাপিত হবে।
হজরত ইবরাহিম (আ.) এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে সারা বিশ্বের মুসলিমরা জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের প্রত্যাশায় পশু কোরবানি করে থাকেন। পশু কোরবানির কারণে এই ঈদ সাধারণ মানুষের কাছে কোরবানির ঈদ বলেই পরিচিত।
এদিন মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইবরাহিম (আ.) তাঁর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)–কে কোরবানি করতে উদ্যত হন। কিন্তু আল্লাহপাকের অশেষ মেহেরবানিতে ইসমাইল (আ.)–এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়।