Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই মুহূর্তে জাতীয় দলে আশরাফুলের কোনো জায়গা নেইঃ নান্নু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০১৮, ০৮:০৭ PM
আপডেট: ১২ আগস্ট ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


বিডিমর্নিং স্পোর্টস ডেস্ক-

দীর্ঘ পাঁচ বছরের নিষেধাজ্ঞার পর আবারো আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পাচ্ছেন টাইগার দলের সাবেক টেস্ট অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তাই চারি দিকে গুজন শুরু আবারো জাতীয় দলে ফিরছেন আশরাফুল। কিন্তু এই মুহূর্তে আশরাফুলকে জাতীয় দলে জায়গা দেওয়া বেশ কঠিনই মনে করছেন বিসিবি নির্বাচকরা।

 

আশরাফুলের প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন,‘অনেকদিন ধরেই সে (আশরাফুল) আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আগে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে তাঁকে। আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য ফিটনেস আছে কি না, সেটা দেখতে হবে। তারপর এক বছর যাওয়ার পর বোঝা যাবে তাঁর ফিটনেস কোন পর্যায়ে আছে। ’

তবে জাতীয় দলে ফেরার জন্য আশরাফুলের বয়স কোনো বাধা নয় বলে মনে করছেন প্রধান নির্বাচক, ‘হ্যাঁ, এটা ঠিক তাঁর বয়স হয়ে গেছে। তারপরও আমি বলব সে আমাদের দেশের জন্য অনেক ভালো ক্রিকেট খেলেছে। অবশ্যই তাঁর সামর্থ্য আছে ভালো কিছু করার। তবে আমি বলব, এই মুহূর্তে জাতীয় দলে তাঁর কোনো জায়গা নেই। ’

ঘরোয়া ক্রিকেটে গত দুই মৌসুমে আশরাফুলের পারফম্যান্স বলার মতো  তাঁর উল্লেখযোগ্য পারফরমেন্স ছিল ২০১৭-১৮তে ঢাকা প্রিমিয়ার লীগে লিস্ট এ’তে পাঁচটি সেঞ্চুরি।ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর লিস্ট-এ’তে ২৩ ম্যাচে তার গড় রান ৪৭ দশমিক ২৩। তবে প্রথম শ্রেণীতে খুব ভালো করতে পারেননি। ১৩ ম্যাচে একটি সেঞ্চুরিসহ গড় রান ২১ দশমিক ৮৫। অসাধারণ এই পারফম্যান্স করে সবাইকে চমকে দেন তিনি।

২০১৪ জুন মাসে আশরাফুলকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয় এবং একই সাথে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। ২০১৪ সালের সেপ্টেম্বরে আশরাফুলের নিষেধাজ্ঞা কমিয়ে করা হয় পাঁচ বছর। যা গণনা শুরু হয় ২০১৩ সাল থেকে।যা আগামীকাল শেষ হচ্ছে।

Bootstrap Image Preview