Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতির দায়ে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ AM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩ AM

bdmorning Image Preview


দুর্নীতির দায়ে ৬ বছরের কারাদণ্ড পেলেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ দে কার্চনার। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আলোচিত মামলার রায় ঘোষণা করেন দেশটির একটি আদালত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়েছে, কংগ্রেশনাল দায়মুক্তির কারণে ৬৯ বছর বয়সী এই রাজনীতিক অবশ্য কারাবরণ এড়াতে পারেন। ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রশাসনিক কাজ প্রদানে তিনি দুর্নীতি করেছেন- এই অভিযোগ প্রমাণিত হয় আদালতে।

জানানো হয়, স্বজনপ্রীতি দেখিয়ে বন্ধুকে তিনি সরকারি টেন্ডার দেন। এই অপরাধে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি রাজনীতিতে যাবজ্জীবন নিষিদ্ধ করার প্রস্তাব দেন আইনজীবীরা। এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যা দিয়েছেন ক্রিস্টিনা।

তিনি জানান, জুডিশিয়াল মাফিয়ার শিকার তিনি। তার বিরুদ্ধে মিথ্যাচারের জন্য আইনজীবীদের দায়ী করেছেন ক্রিস্টিনা। আর্জেন্টিনার ইতিহাসে প্রথমবারের মতো দুর্নীতির দায়ে কোনো ভাইস প্রেসিডেন্ট কারাদণ্ড পেলেন।

Bootstrap Image Preview