Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ১১:৩২ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০২২, ১১:৩২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের পর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের (ভিসি চত্বর) মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মসূচিতে অংশ নেওয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব শিক্ষার্থীর জানমালের নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু তারা এ দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ক্যাম্পাসে প্রতিনিয়তই উচ্চগতিতে যানবাহন চলছে। এতে একদিকে শব্দদূষণ হচ্ছে। অন্যদিকে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আজকের এই মৃত্যুর দায় ভিসি-প্রক্টরকে নিতে হবে।

আরেক শিক্ষার্থী সুহাইল আহমেদ শুভ বলেন, আমাদের ক্যাম্পাসে যে সার্বিকভাবে নিরাপত্তার অভাব আজকের ঘটনায় সেটি প্রমাণিত হলো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখা। কিন্তু প্রশাসনকে এ নিয়ে কোনো জোরালো ভূমিকা নিতে দেখা যায়নি। যার ফলশ্রুতিতে আজকের এই ঘটনা ঘটেছে।সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শেখ তাসনিম আফরোজ ইমী বলেন, একজন নারীকে প্রায় দেড় কিলোমিটার গাড়ির নিচে টেনে-হিঁচড়ে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রতিনিয়তই দেশে এরকম মৃত্যুর ঘটনা ঘটছে। দল-মত নির্বিশেষে নিরাপদ সড়ক আমাদের সবার দাবি। সব মানুষের জীবন মূল্যবান। সবার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

এর আগে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক নারীকে গাড়ির নিচে পিষে টেনে নেওয়ার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।ওই প্রাইভেটকারের চালক ছিলেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ৷ এসময় উপস্থিত জনতা তাকে পিটুনি দেন৷ পরে ওই শিক্ষককেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি করা হয়।

Bootstrap Image Preview