Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির গণসমাবেশে গিয়ে মোবাইল-মানিব্যাগ হারিয়ে কাঁদছেন যুবদলকর্মী শাওন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১০:২১ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০২২, ১০:২১ AM

bdmorning Image Preview


শনিবার সকাল থেকেই কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী টাউন হল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির গণসমাবেশ। পরিবহন ধর্মঘটে পড়ে সমাবেশে আসা অনিশ্চিত হয়ে যেতে পারে, এই ভেবে একদিন আগেই কুমিল্লায় সমাবেশে যান যুবদলকর্মী শাওন হোসেন।

দলকে ভালোবেসে একদিন আগে কুমিল্লায় গেলেও বাড়ি ফেরা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি। দলের মিছিলে অংশগ্রহণ করে সমাবেশস্থলে প্রবেশের সময় মোবাইল আর মানিব্যাগ খুইয়েছেন তিনি।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনায় হতাশ হয়ে পড়া শাওন কাঁদতে কাঁদতে বলেন, 'দলকে ভালোবেসে সমাবেশে এসেছি। ভালোবাসার সঙ্গে এত দুর্দশায় পড়ব সেটা ভাবতেও পারিনি। আমার বাড়ি ফেরা কষ্টকর হয়ে গেছে। আমার কাছে কোনো টাকাও নেই। নিজের ব্যবহারের একমাত্র মোবাইল ও মানিব্যাগটাও হারিয়ে গেছে। '

যুবদল কর্মী শাওনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর গ্রামে।

শাওন আরো বলেন, 'শুক্রবার বিকেলে বিএনপির নেতাকর্মীদের জনস্রোত নামে কুমিল্লা টাউন হল মাঠে। হাজার হাজার নেতাকর্মী মাঠে মিছিলের সঙ্গে ঢুকছিলেন। আমি স্লোগানে স্লোগানে মঞ্চের দিকে যাচ্ছিলাম। ভাবছিলাম, নেতাদের সঙ্গে ছবি তুলে মোবাইল ফোনে স্মৃতি হিসেবে রেখে দেবো। কিন্তু পকেটে হাত দিতেই দেখি, আমার মোবাইল নেই। পরে দেখি মানিব্যাগও নেই। '

প্রসঙ্গত, শনিবার অনুষ্ঠিতব্য বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশে অংশ নেবেন কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিলল্লা উত্তর জেলা, কুমিল্লা মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। পরিবহন ধর্মঘটের আশঙ্কায় সমাবেশের দুদিন আগেই বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লা নগরীতে আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলের মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে কুমিল্লা সমাবেশকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পরিবহন ধর্মঘটের ডাক দেয়নি পরিবহন শ্রমিক বা মালিকরা।

Bootstrap Image Preview