Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ হাসিনা আমাদের কাছে দেবী: আসামের স্পিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৯:১৪ AM
আপডেট: ২২ নভেম্বর ২০২২, ০৯:১৪ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেবীর সঙ্গে তুলনা করে আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি বলেছেন, তিনি (শেখ হাসিনা) দেবীর মতো। দেবী এই দেশের উন্নতির জন্য কী কী করেছেন সেটা দেখতে এসেছি। সংগ্রামের পর এই দেশটা (বাংলাদেশ) যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়েছে সেটা অনন্য।

বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার রাতে আসামের বিধানসভার স্পিকার ও বিধায়কদের সম্মানে দেয়া নৈশভোজে অংশ নেয়ার আগে এমন মন্তব্য করেন স্পিকার বিশ্বজিৎ।

তিনি বলেন, ‘আমি আমার আসামকেও সেভাবে উন্নত করতে চাই। তাই সব দলের বিধায়ক ও বিরোধীদলের নেতাকে সঙ্গে করে বাংলাদেশের উন্নয়ন দেখতে এসেছি। এরপরের বার কাজের জন্য আসবো।’

বিশ্বজিৎ দাইমারি বলেন, ‘আমাদের নদী এক... আমি ব্রহ্মপুত্রের কথা বলছি। আমাদের মাটি, বাড়ি, আকাশ এক। আমাদের আবহাওয়াও এক। তাই বাংলাদেশ যা পেরেছে, আসামও তা পারবে বলে আমি বিশ্বাস করি। এজন্যই আমাদের এই সফর।

‘আমরা বঙ্গবন্ধু মেমোরিয়ালে গিয়েছিলাম। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাগ্রত রেখেছেন। প্রায় ৫০ বছর উনি নেই। কিন্তু আমার কাছে মনে হয়েছ উনি জাগ্রত।

‘আমরা বাংলাদেশ দেখতে এসেছি। ৭৫ বছর আগে বাংলাদেশ ও আসামের মধ্যে যে সম্পর্ক ছিল, আমি সেটি ফিরিয়ে আনতে চাই। আশাকরি, আমরা সেই সম্পর্ককে এগিয়ে নিতে সক্ষম হবো।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে আঞ্চলিক স্থিতিশীলতা চান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদ মোকাবিলায় সফলতা দেখিয়েছেন। যার ফলে আসামেও শান্তি বিরাজ করছে। আমরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী।’

এ সময় আসাম থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আনার কাজ প্রক্রিয়াধীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। এনআরসি ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৩৩ জন সংসদ সদস্যসহ ৬২ জনের একটি প্রতিনিধি দল শনিবার বাংলাদেশ সফরে আসে।

আসাম রাজ্যের বিধায়ক প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি সাংবাদিকদের জানান, আসামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বাড়াতেই শুভেচ্ছা সফর হিসেবে ঢাকা এসেছি। সংসদীয় ব্যবস্থাসহ অন্যান্য বিষয়ে বাংলাদেশের অবস্থা সম্পর্কে জেনেছি।

ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক করেছেন।

আগামী ২৩ নভেম্বর প্রতিনিধি দলটি ঢাকা ছাড়বে।

Bootstrap Image Preview