Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, ডিসেম্বার ২০২২ | ২৪ অগ্রহায়ণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

শাকিব-বুবলীর বিচ্ছেদের খবর প্রকাশ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৫০ PM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনাম বুবলী দুজনই অভিন্ন ভাষায় নিজেদের সন্তানের খবর ও ছবি প্রকাশ করেছেন। যদিও বিয়ে ও এ সংক্রান্ত অন্য কোন তথ্য দেননি তাঁরা।

শাকিব খান দুদিন আগে তাঁর প্রথম সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেদিনই শবনাম বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন। ফলশ্রুতিতে দীর্ঘদিনের গুঞ্জন স্বীকার করে নিয়েছেন এই দম্পতি; এমন ধারণা নেটিজনদের একাংশের।

শাকিব খান ও শবনাম বুবলীর একাধিক সূত্র এই খবর প্রকাশ্যে আসার পর দাবি করছে, সন্তানের কথা স্বীকার করলেও এখন আর একসঙ্গে থাকছেন না শাকিব-বুবলী। ‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার শুটের আগেই এই দম্পতির ‘বিচ্ছেদ’ হয়েছে বলে দাবি সূত্রগুলোর।

যদিও এই প্রসঙ্গে সূত্রের করা দাবির প্রমাণ পাননি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাকিব খান ও শবনাম বুবলীর মন্তব্যও গ্রহণ করতে পারেনি।

এর আগে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব অপুর সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

এদিকে শাকিব-পূজা দুজনেই নাকি এখন মজেছেন দুজনার প্রেমে। এমনটাই জানিয়েছেন ঢাকাই সিনেমার এক প্রযোজক। তিনি তার নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

শাকিবকে চাপে ফেলার জন্যই বুবলী হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন বলে জানান সেই প্রযোজক।

গত ২৭ সেপ্টেম্বর অভিনেত্রী বুবলীর বেবি বাম্প প্রকাশের পর গুঞ্জনে এসেছে আরেক অভিনেত্রী পূজা চেরীর নাম। বুবলী কেন হঠাৎ করে বেবি বাম্বের ছবি প্রকাশ করলেন, তারই সমীকরণ মেলাতে গিয়ে অনেকেই পূজার নাম খুঁজে পাচ্ছেন। 

তিনি আরও বলেন, ‘শাকিবের পক্ষ থেকে পূজার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছিল। এ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন পরিচালক উত্তম আকাশ।’

তবে পরিচালক উত্তম আকাশ জানান, তথ্যটি ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমিও একটা জায়গায় শুনলাম বিষয়টি, কিন্তু সত্যি করে বলছি আমি বুবলী-পূজা কোনো বিষয়য়েই নেই। আমি কয়েক বছর ধরে কানাডা থাকছি। সিনেমার অবস্থা খারাপ বলে দূরেই থাকছি।’

বুবলীর সঙ্গে পূজার হাতাহাতির গুঞ্জনও আছে চলচ্চিত্রপাড়ায়। নাম প্রকাশ করতে না চাওয়া সেই প্রযোজক এ প্রসঙ্গে জানান, তিনি অনেকের কাছ থেকে বিষয়টি শুনলেও অভিনেত্রী পূজার মা তাকে এ ঘটনাটি সত্য নয় বলে জানিয়েছেন।

প্রযোজক আরও জানান, শাকিবের সঙ্গে পূজার ঘনিষ্ঠতা গলুই সিনেমার শুটিং থেকে। পূজা যে সম্প্রতি আমেরিকার ভিসা পেয়েছেন, সেটির পেছনে শাকিব খানের সাহায্য রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের পর কেন পূজা চেরীর নাম গুঞ্জনে এলো? এ বিষয়ে জানতে পূজা চেরীকে অনেকবার ফোন করেও পাওয়া যায়নি।

Bootstrap Image Preview