Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ AM
আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৫ AM

bdmorning Image Preview


চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে ।  ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। খবর রয়টার্স।

ইএমএসসি জানায়, মিয়ানমারের মনিওয়া থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১৪৪ কিলোমিটার।

ইএমএসসি আরও জানায়, মিয়ানমারে স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টা ৫২ মিনিট কম্পনটি আঘাত হানে।

এদিকে পার্শবর্তী বাংলাদেশসহ বিভিন্ন স্থানে ভূকম্পনটি অনুভূত হয়েছে।

এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্প মিয়ানমারের ফালাম শহরে আঘাত হানে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলেও এর প্রভাব অনুভূত হয়েছে।

সাম্প্রতিক সময়ে মিয়ানমারে প্রায় ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে।

Bootstrap Image Preview