Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দোকান চুরির টাকায় পুরো দলের কক্সবাজার ভ্রমণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২৫ PM

bdmorning Image Preview


স্বর্ণের দোকানে চুরি করতে পারলেই পুরো দল ধরে কক্সবাজারে ভ্রমণ করা এক বড় চোর চক্রকে শনাক্ত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিউমার্কেট থানা এলাকার চাঁদনী চক মর্কেটের সততা জুয়েলার্সে চুরি করে। চক্রটিকে যে কোনো সময় গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে (ডিবি)।

ডিবির তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, চোর চক্রটির যে কোন এক গ্রুপ রাজধানীসহ আশপাশের কোনো জেলায় স্বর্ণের দোকানে ডাকাতি করতে পারলেই পুরো দল কক্সবাজারে ভ্রমণ করে। সেখান আমদ প্রমোদ করে টাকা শেষ হলে তারা ফের ডাকাতির পরিকল্পনা আটে।

নাম প্রকাশ না করে ডিবির এক কর্মকর্তা বলেন, চাঁদনী চক মর্কেটের সততা জুয়েলার্সে যারা চুরি করেছে তারা এর আগেও ওই দোকানে চুরি করে। এ চক্রে মার্কেটের দোকান কর্মচারীও রয়েছে। তাদের পুরো দল ডিবির জালে রয়েছে।

জানতে চাইলে ডিবি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, আমরা চোর চক্রটিকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। যে কোনো সময় তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আশা করছি।

এদিকে সততা জুয়েলার্সে চুরির ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট থানায় মামলা করেন দোকানটির মালিক স্বপন চৌধুরী।

এজাহার সূত্রে জানা গেছে,  স্বর্ণের দোকানটি থেকে ১৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি সোনা চুরি করে নিয়ে গেছে।

জুয়েলার্সের কর্ণধার স্বপন চৌধুরী জানান, ‘ধারণা করছি ডুপ্লিকেট চাবি দিয়ে দোকান খুলে চোর চক্র ভিতরে প্রবেশ করে। দোকানের সামনে তাদের পায়ের ছাপ দেখা গেছে।’

তিনি বলেন, ‘সোমবার রাত ৮টায় দোকান বন্ধ করি। মঙ্গলবার মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দোকান খোলা হয়। পরে চুরির বিষয়টি টের পাই। তালা যেমন লাগিয়েছিলাম তেমনই রয়েছে। মার্কেটটি সিসিটিভির আওতায় রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও চাঁদনি চক বিজনেস ফোরামকে জানানো হয়েছে।’

তিনি জানান, এর আগেও ১২ সেপ্টেম্বর দোকান বন্ধ করে ১৫ সেপ্টেম্বর খোলা হয়। তখনো দুটি চেইন চুরি হয়েছিল।

Bootstrap Image Preview