Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওপেনিংয়ে নেমে আবার ব্যর্থ সাব্বির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১০:০৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


আবারও ব্যর্থ হলেন সাব্বির রহমান। দীর্ঘ হলো না বাংলাদেশের ওপেনিং জুটি। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মঙ্গলবারও টস হেরেছে বাংলাদেশ। মিরাজ-সাব্বির জুটি দিয়েই টাইগারদের ইনিংস শুরু হয়।দ্বিতীয় বলেই বাউন্ডারি মেরে রানের খাতা খোলেন মেহেদি মিরাজ। শেষ বলে ভাগ্যগুণে বাউন্ডারি পেয়ে যানা সাব্বির রহমান। দুজনের ব্যাটে ভালোই এগোতে থাকে বাংলাদেশের স্কোর। তবে শীঘ্রই ঘটে ছন্দপতন। আয়রান লাকরার করা চতুর্থ ওভারেই লেগে বিফোরে ফাঁদে পড়েন ৯ বলে ১২ রান করা সাব্বির। ওপেনিং জুটি ভাঙে ২৭ রানে।

বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচে দারুন বোলিং করা পেসার শরীফুল ইসলাম এবং বাজে বোলিং করা মুস্তাফিজুর রহমান বাইরে চলে গেছেন। তাদের জায়গায় এসেছেন এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ। সাব্বির-মিরাজ টিকে গেছেন একাদশে। সুযোগ হয়নি সৌম্য সরকারের।

বাংলাদেশ একাদশ : নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।

Bootstrap Image Preview