Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রহিমা বেগমকে ঢাকার বাসায় এনেছেন মরিয়ম মান্নান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ PM
আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ PM

bdmorning Image Preview


মেয়ে মরিয়ম মান্নানের সঙ্গে খুলনা থেকে ঢাকায় চলে এসেছেন আলোচিত ‘নিখোঁজ’ ঘটনার কেন্দ্রে থাকা নারী রহিমা বেগম।

মরিয়ম জানান, রোববার সন্ধ্যায় খুলনার মূখ্য মহানগর আদালতে জবানবন্দি দেয়ার পর রাতেই মাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। রাত আড়ইটার দিকে তারা ঢাকায় পৌঁছান।

সোমবার সন্ধ্যায় মরিয়ম মান্নান একাত্তরকে বলেন, তিনি ঢাকাতেই থাকেন। মাকে উদ্ধারের জন্য তিনি খুলনায় ছিলেন। তাকে উদ্ধারে যা যা করা দরকার তিনি তাই করেছেন।

তিনি আরও বলেন, রোববার আদালত থেকে মাকে নিয়ে বের হওয়ার পর মার জন্য খুলনা নিরাপদ মনে হয়নি। তাই মাকে নিয়ে ঢাকায় চলে আসি।

এদিকে সোমবার মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন বলে জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে খুলনা নগরের দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকা থেকে নিখোঁজের ২৯ দিন পর ফরিদপুরের বোয়ালমারীর এক গ্রামের একটি বাড়ি থেকে রহিমা বেগমকে উদ্ধার করা হয়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ মামলার প্রথম তদন্তকারি কর্মকর্তা দৌলতপুর থানার এস আই লুৎফুল হায়দার জানান, রহিমা খাতুন নিজেই স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

পরে তাকে খুলনার দৌলতপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়।

সবশেষ রোববার বিকালে রহিমাকে আদালতে হাজির করে পিবিআই। শুনানির পর তাকে নিজ মুচলেকায় মামলার বাদী ছোট মেয়ে আদুরি বেগমের জিম্মায় দেন আদালত।

Bootstrap Image Preview