Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ PM
আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ PM

bdmorning Image Preview


মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধি: এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির মোট ভোটার হচ্ছে ১৫০০ জন। তার মধ্যে প্রায় ১৩০০ জন ভোটারগণ তাদের ভোট প্রয়োগ করেন।

বিকাল ৪ টার পর ভোট গণনা শুরু হয়। ভোট গনণা শেষে ২৫ সেপ্টেম্বর রাত ১ টার সময় ভোটের ফলাফল ঘোষণা করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেপি দেওয়ান।

ভোটারদের ভোটে যারা নির্বাচিত হয়েছেন – সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোছাইন এমএ,সহ-সভাপতি কামাল উদ্দিন বাবুল,সম্পাদক মঈন উদ্দিন, সদস্য যথাক্রমে ডাক্তার নাজিম উদ্দিন,নুরুল কাদের,আবদুল আজিজ,জিয়া উদ্দিন,কুতুব উদ্দিন, শাহাব উদ্দিন শাকিল,নাজেম উদ্দিন,মোহাম্মদ বখতেয়ার উদ্দিন রুবেল ও হামিদ উল্লাহ।

ভোট গ্রহণের সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেপি দেওয়ান, সহকারী কমিশনার (ভুমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত-উজ-জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) তফিকুল ইসলাম এবং চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ।

এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন কক্সবাজার সদর উপজেলা সমবায় অফিসার রমিজ উদ্দিন ও চকরিয়া উপজেলা সমবায় অফিসার জাহাঙ্গীর আলম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরখালী কৃষি ও উপনিবেশ সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেপি দেওয়ান বলেন, খুব সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। খুব নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।ভোটারগণ তাদের ভোট প্রয়োগের মধ্যে দিয়ে তাদের পছন্দের প্রার্থীদেরকে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম বলেন, ভোটারদের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক ছিল।

Bootstrap Image Preview