Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রানি এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ PM

bdmorning Image Preview


ব্রিটিশ রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডন যাচ্ছেন তিনি। সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক থেকে ওয়াশিংটন সফর শেষে অক্টোবরের শুরুতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে বা পরে সবসময়েই লন্ডনে ব্যক্তিগত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সফর-সূচি অনুযায়ী আগামী ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত লন্ডনে প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফর শেষ করে নিউইয়র্ক যাবে এমনটাই কথা ছিল। কিন্তু এরমধ্যে ব্রিটিশ রানি না ফেরার দেশে চলে যাওয়ায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া লন্ডনে আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পরিবর্তিত সফর-সূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনে অন্ত্যেষ্টিক্রিয়া শেষে ওইদিনিই নিউইয়র্কের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেক্ষেত্রে নিউইয়র্কে আগামী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘের একটি ইভেন্টে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী, যা পূর্ব নির্ধারিত সূচিতে ছিল। জাতিসংঘ অধিবেশনে আগামী ২৩ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার প্রধানমন্ত্রীর ভাষণে বৈশ্বিক প্রেক্ষাপটের ফলে বিভিন্ন ইস্যূতে চলমান সঙ্কটের সমাধান ও রোহিঙ্গা ইস্যূ গুরুত্ব পাবে।

Bootstrap Image Preview