Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৩ | ১২ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জামাল ভূঁইয়াদের 'হুমকি' দিলেন কাজী সালাউদ্দিন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ PM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:১০ PM

bdmorning Image Preview


সময়ের সাথে অনেক কিছুই বদলে যায়, ইতিবাচক পরিবর্তন হয়, কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোনো পরিবর্তন নেই। দিনে দিনে পারফর্মেন্স শুধু খারাপই হচ্ছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে শোনা যায় মুখস্ত বুলি- 'এবার আমরা ভালো কিছু করব'। কিন্তু সেই ভালোর দেখা আর পাওয়া যায় না।

হারতে হারতে যেন জিততেই ভুলে গেছে জাতীয় ফুটবল দল। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে এবার ফুটবলারদের রীতিমতো হুমকি দিয়ে রাখলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তার আগে আজ শুক্রবার উত্তরা আর্মড পুলিশ মাঠে জাতীয় দলের অনুশীলনে এসে ফুটবলারদের সঙ্গে কথা বলেন বাফুফে সভাপতি। সেখান থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের কাজী সালাউদ্দিন বলেন, 'এবার এসে আমি বলিনি আমরা সামনে ভালো করব। এবার এসে ফুটবলারদের বলেছি, তোমরা যা করছ (একের পর এক পরাজয়), তোমাদের আর ফুটবল খেলার সুযোগ নেই। এটা তাদের প্রতি আমার ভিন্ন বার্তা। '

আসন্ন দুটি ম্যাচ জয়ের ব্যাপারে ফুটবলারদের টার্গেট দিয়েছেন বলে জানান সালাউদ্দিন, 'আমি তাদের বলেছি, এটা (দুটি প্রীতি ম্যাচ) তোমাদের জয় করতেই হবে। তোমাদের আমাকে বলতে হবে না, আমরা ভালো করব। তোমরা সেটা করে এসে আমাকে বলবে, ভালো করেছি। আমি ফুটবলারদের বলেছি, তোমরা পেশাদার খেলোয়াড়। তোমাদের পেশাদার ফুটবলারের মতোই আচরণ করতে হবে। তোমাদের উচিত দেশের জন্য খেলা। দেশের জন্য খেলার চেয়ে বড় কিছু নেই। আমি ১৬ বছর বয়স থেকে খেলে এসেছি। যত খেলাই খেলি, জাতীয় দলের জন্য খেলাটা সম্মানের। '

Bootstrap Image Preview