Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুর ফুটবল খেলা নিয়ে মাদরাসা শিক্ষার্থীদের ওপর স্কুল শিক্ষার্থীদের হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ PM
আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।প্রত্যদক্ষদর্শীরা জানান, সালথা মডেল স্কুল মাঠে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। খেলায় সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা ও ঠেনঠেনিয়া মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ১-০ গোলে বিজয়ী হয় সালথা মডেল স্কুল। খেলা শেষে হঠাৎ মাদরাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা। পরে খেলার মাঠে উপস্থিত লোকজন পরিবেশ শান্ত করেন।

ভাবুকদিয়া ঠেনঠেনিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার প্রিন্সিপাল মো: আবু বক্কর সিদ্দিক তালুকদার বলেন, জিতে যাওয়ার পরেও কোনো কারণ ছাড়াই আমার মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলা চালায় সালথা মডেল স্কুলের শিক্ষার্থীরা। হামলা চালিয়ে তারা আমার কয়েকজন শিক্ষার্থীকে মারতে মারতে ধান ক্ষেতে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার কয়েকজন শিক্ষককেও প্রায় এক ঘণ্টা আটকে রাখে। এ ঘটনায় আমার মাদরাসার দশম শ্রেণীর ছাত্র সাব্বির, কুরবান ও নবম শ্রেণীর ছাত্র রাজিব আর কিবরিয়া আহত হয়। তাদের স্থানীয় হাসাপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে সালথা মডেল স্কুলের শিক্ষকরাও কোনো পদক্ষেপ নেননি।

সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জানি না। আপনার কাছ থেকেই শুনলাম। আমি ওখানে ছিলাম না। আমি অসুস্থ। তবে বিষয়টি খুবই দু:খজনক। আমরাও শিক্ষার্থী ছিলাম। এমন কখনো করিনি।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক বলেন, বিষয়টি নিয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview