Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিলো’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ PM
আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রেমের অপবাদ দিয়ে চাকরিচ্যুত করায় অভিমানে দিলরুবা খাতুন (২৮) নামে এক তরুণী সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন। 

নিহত দিলরুবা খাতুন রাজশাহী জেলার চারঘাট থানার বনেশ্বর গ্রামের সাইদুর রহমানের মেয়ে। 

গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে নাচোল উপজেলার নেজামপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। 

পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

মৃত দিলরুবা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুরে একটি এনজিও’র মহিলা মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। নেজামপুর গ্রামের আব্দুল মালেকের বাড়ির উপরতলায় অন্যান্য এনজিও’র নারী কর্মীদের সাথে ভাড়া থাকতেন। 

নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দিলরুবা খাতুনকে প্রেমের অভিযোগে গতকাল সোমবার এরিয়া ম্যানেজার নুরজাহান স্বাক্ষরিত চিঠিতে বরখাস্ত করা হয়। 

তিনি আরও জানান, বরখাস্তের ওই চিঠির নিচে দিলরুবা সুইসাইড নোট লিখে গেছে। তাতে লেখা রয়েছে, ‘আমার জীবনটা নষ্ট করে দিল এরিয়া মেডাম আর জোনাল স্যার। আমি কোন ছেলের সাথে প্রেম করি না, কারো সাথে কোন সম্পর্ক নেই। আমাকে রাস্তার মেয়ে বানিয়ে দিলো। আমি মারা গেলে এরিয়া মেডাম আর জোনাল স্যার দায়ী থাকবে।’ 

এই কারণে ক্ষোভে তিনি আত্মহত্যা করেছেন বলেও জানান ওসি। 

এ বিষয়ে ওই এনজিও নেজামপুর শাখা ব্যবস্থাপক মুঞ্জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এমনকি মাঠকর্মী দিলরুবাকে বরখাস্তের কারণও জানাতে চাননি তিনি। 

এদিকে, ময়নাতদন্তের পর আজ মঙ্গলবার বিকেলে পরিবারের কাছ তার লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Bootstrap Image Preview