Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীর সঙ্গে ঝগড়ায় অতিষ্ঠ হয়ে তালগাছে বসবাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ০৪:১৫ PM
আপডেট: ২৮ আগস্ট ২০২২, ০৪:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


দাম্পত্য জীবনে রাগ-অভিমান বা ঝগড়া হবে না, এটা সম্ভব না। দুনিয়াতে এমন কোনো দম্পতি নেই যারা ঝগড়া বিবাদ করেনি কখনো। অনেকে তো বলেই বসেন যে ঝগড়া ছাড়া কোনো দাম্পত্যকে সম্পূর্ণই বলা যাবে না।তবে দাম্পত্য কলহের পর স্ত্রী বাপের বাড়ি চলে গেলেও, পিতৃপ্রধান সামজে স্বামী বেচারার তো বাপের বাড়ি যাওয়ার সুযোগ খুব একটা নেই। তাই রাগ করেই গাছের মাথাই ঠাঁই নিয়েছেন এক ব্যক্তি। তাও একদিন, দুদিন নয়, এক মাস ধরে ৮০ ফুট উঁচু তালগাছেই থাকছেন তিনি।

ভারতের উত্তরপ্রদেশের মউয়ের কোপাগঞ্জে এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম  এক প্রতিবেদনে জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো রাম প্রভাসের (৪২)। দাম্পত্য কলহ চরম আকার নিলে বাধ্য হয়ে একদিন তাল গাছের মাথায় চড়ে বসেন তিনি। প্রায় মাসখানেক ধরে সেখানেই দিন রাত কাটছে তার। দড়ির সাহায্যে তালগাছের মাথায় পৌঁছে দেওয়া হচ্ছে খাবার ও পানি।

অবশ্য গ্রামবাসীরা ৪০ ফুট লম্বা তালগাছে রাম প্রভাসের জীবনযাপনে মোটও সন্তুষ্ট নয়। এহেন কর্মকাণ্ড মানুষের গোপনীয়তার জন্য একটি ঝুঁকি বলে অভিযোগ করেছেন তারা।

Bootstrap Image Preview