Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

এক নারীর ফ্ল্যাট থেকে ২০ কোটি রুপি উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১০:১৯ AM
আপডেট: ২৩ জুলাই ২০২২, ১০:১৯ AM

bdmorning Image Preview


ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে ২০ কোটি রুপি উদ্ধার করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিপুল পরিমাণ রুপি উদ্ধার করেচে।  

ফ্ল্যাটটি অর্পিতা মুখোপাধ্যায় নামে এক জন নারীর। ইডির দাবি, অর্পিতা পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

অভিযানে বাড়ি থেকে ২০টি মোবাইলও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ১০ মিনিট নাগাদ ইডি এক টুইট বার্তায় জানিয়েছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ওই পোস্টে বিপুল পরিমাণ নগদ অর্থের ছবি পোস্ট করা হয়েছে।

গতকাল সকাল থেকেই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িসহ ১৩টি জায়গায় তল্লাশি চালানো শুরু করে ইডি। সন্ধ্যায় ইডি টুইট করে জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগে তদন্তের প্রেক্ষিতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি, এসএসসির উপদেষ্টা কমিটির সাবেক আহ্বায়ক শান্তিপ্রসাদ সিংহসহ বেশ কয়েকজনের বাড়িতে অভিযান চালানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

Bootstrap Image Preview