Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার এক মিসাইল হামলায় ইউক্রেনের ৩০০ সেনা নিহত !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৬:৫৩ PM
আপডেট: ২২ জুলাই ২০২২, ০৬:৫৩ PM

bdmorning Image Preview


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ক্রামাতোর্সকের একটি স্কুলে হামলা চালিয়ে সেখানে থাকা ইউক্রেনের ৩০০ সেনাকে হত্যা করেছে তারা। 

২১ জুলাই বৃহস্পতিবার দোনবাসের ক্রামাতোর্সকের একটি স্কুলে মিসাইল হামলা চালায় রাশিয়া। শুক্রবার তারা দাবি করেছে, স্কুলটিতে ইউক্রেনের সেনারা অবস্থান নিয়েছিল। 

নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে এ ব্যাপারে রাশিয়া দাবি করেছে, মিসাইল হামলার ফলাফল হিসেবে, ক্রামাতোর্সকে ২৩ নং স্কুলে ব্ল্যাক হান্ড্রেড জাতীয়তা ফর্মেশনের অস্থায়ী ক্যাম্পে অবস্থানরত সেনাদের মিশিয়ে দেওয়া হয়েছে। হামলায় ৩০০-র বেশি জাতীয়তাবাদী (সেনা) এবং বিশেষ অস্ত্রের ৪০টি ইউনিট ধ্বংস হয়েছে।

তাছাড়া ৫-২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো চারটি  দূরপাল্লার রকেট লঞ্চার হিমারওস ধ্বংস করে দেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ক্রামাতোর্সক স্কুলে রাশিয়ার চালানো হামলায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হামলার স্থানে উদ্ধার অভিযান অব্যহত আছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান

Bootstrap Image Preview