Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

গম রপ্তানির স্বার্থে মাইন সরাবে ইউক্রেন, রাশিয়ার সঙ্গে চুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৬:০৫ PM
আপডেট: ২২ জুলাই ২০২২, ০৬:০৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কৃষ্ণ সাগর দিয়ে বিশ্ববাজারে গম রপ্তানিতে রাজি হয়েছে ইউক্রেন। কিয়েভের তিনটি সরকারি সূত্রের বরাতে শুক্রবার এ খবর ছেপেছে নিউ ইয়র্ক টাইমস।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, রাশিয়ার সামরিক অভিযান শুরু করার পর থেকে নৌযান চলাচলে বাধা সৃষ্টিকারী মাইনগুলোর ‘কয়েকটি’ সরিয়ে ফেলবে কিয়েভ।

ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই প্রধান রপ্তানিকারক ইউক্রেন থেকে গমের চালান ব্যাহত হয়। এ জন্য বিবদমানরা একে অন্যকে দায়ী করছে।

প্রতিবেদন বলছে, বিদেশি ক্রুরা জাহাজটিকে তুরস্কের ইস্তাম্বুলে নিয়ে যাবে। সেখান থেকে তারা অন্যান্য গন্তব্যে যাবে। অপারেশন তত্ত্বাবধানের জন্য ইস্তাম্বুলে একটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। তুর্কি কর্মকর্তারা মস্কোকে আশ্বস্ত করতে জাহাজগুলো পরীক্ষা করবেন; তারা নিশ্চিত করবেন এগুলো ইউক্রেনে অস্ত্র সরবরাহে ব্যবহার হচ্ছে না।

দুই জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে জাতিসংঘের আলোচনায় একটি চুক্তি হবে বলে তারা আশাবাদী।

পশ্চিমা রাজনীতিবিদরা রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগর বন্দর অবরোধ করে ইচ্ছাকৃতভাবে ইউক্রেন থেকে শস্য রপ্তানি বন্ধ করার অভিযোগ এনেছেন। তবে মস্কো বলছে, ইউক্রেনের নৌ-মাইনের কারণে সরবরাহ সম্ভব হচ্ছে না।

Bootstrap Image Preview