Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৩ | ১১ আশ্বিন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমার বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে: তানিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৫:৩৬ PM
আপডেট: ১৮ জুলাই ২০২২, ০৫:৩৬ PM

bdmorning Image Preview


প্রাক্তন স্বামী সংগীত শিল্পী এস আই টুটুলের দ্বিতীয় বিয়েতে শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী তানিয়া আহমেদ। সোমবার টুটুলের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে এলে তানিয়া জানান,'তার জন্য শুভকামনা রইলো। সে যদি ভালো থাকে তাহলে আমি ও আমার সন্তানরাও ভালো থাকবে।' 

টুটুলের দ্বিতীয় স্ত্রীর নাম  শারমিন সিরাজ সোনিয়া। মার্কিন প্রবাসী তিনি। টুটুল জানিয়েছেন, নিউইয়র্কে  আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সাথে পরিচয়। দুজনই  সিঙ্গেল ও ম্যাচিউরড বিয়ের সিদ্ধান্ত নেন। গত ৪ জুলাই বিয়ে হয় তাদের।

টুটুল বলেছেন তানিয়ার সঙ্গে পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদ হয় তাদের। বিষয়টি জানতে চাইলে তানিয়া বলেন, টুটুল বিয়ে করেছে সেটা নিয়ম মেনেই করেছে। তার জন্য আমার শুভ কামনা থাকলো। এখন আমার ভালো থাকাটাও বেশি দরকার। 

টুটুল ও তানিয়া দম্পত্তির ঘরে রয়েছে অনয় শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে ও আয়াত ও সামিয়া নামে দুই কন্যা। বাবার বিয়ের বিষয়টি তারা কেউ জানে না বলেই মন্তব্য তানিয়ার। 

তানিয়ার ভাষ্যে, ‘আমার বাচ্চারা এখনও জানে না তাদের বাবা আবার বিয়ে করেছে। তবে তারা জানতো সে বিয়ে করবে। আমিও বাচ্চাদের এসব জানাতে চাই না। আমরা সবসময় ছেলে-মেয়েদের ভালো জিনিসিটাই শেখানোর চেষ্টা করেছি। কখনো তাদের সামনে ঝগড়াঝাটি বা খারাপ কোনো শব্দ উচ্চারণ করিনি।’

এস আই টুটুল টুটুল ও তানিয়া আহমেদ বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। 

Bootstrap Image Preview