Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের ব্যাপক প্রশংসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১২:১৭ AM
আপডেট: ১৭ জুলাই ২০২২, ১২:১৭ AM

bdmorning Image Preview


ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, তাতে ভবিষ্যতে দেশটি অগ্রগতির নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। 

শুক্রবার কলকাতায় একটি নতুন যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ। 

কোনো দেশের নাম উল্লেখ না করে রাজনাথ সিং বলেন, ভারতের একটি প্রতিবেশি রাষ্ট্র, যারা ধর্মীয় গোঁড়ামি, অন্ধ বিশ্বাস ও সংকীর্ণতায় জর্জরিত, তাদের বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। 

দেশটি দারিদ্র্য, বেকারত্ব এবং সন্ত্রাসবাদে জর্জরিত উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যদিকে বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা এবং ধর্মনিরপেক্ষতার পথ বেছে নিয়েছে।  

তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, কানেক্টিভিটি এবং নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। 

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডে প্রজেক্ট ১৭এ ফ্রিগেট ‘দুনাগিরি’ উদ্বোধনের এ আয়োজনে তিনি আরও বলেন, ভারত যদি তার শক্তি বৃদ্ধি করে, তবে সেটা কেবল তার নিজের জন্য নয়, মিত্রদের জন্যও।  

ভারতের এই মন্ত্রী বলেন, ভারত তার সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। আমাদের নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সবসময় প্রস্তুত থাকতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুর্যোগের সময় তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে নৌবাহিনীকে।   

এ প্রসঙ্গে তিনি আরও বলেন,  আমাদের মিত্র এবং অংশীদারদের প্রয়োজনের সময়ে তাদের সহায়তা করার জন্য নৌবাহিনীর সবসময় প্রস্তুত থাকা উচিৎ।   

ভারতে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরির নামকরণ করা হয়েছে উত্তরাখণ্ডের একটি চূড়ার নামে। এটি প্রকল্প ১৭এ-এর চতুর্থ যুদ্ধজাহাজ, যা শুক্রবার হুগলি নদীতে উদ্বোধন করা হয়েছে।  সূত্র : বাসস। 

Bootstrap Image Preview