Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২২ | ১৪ আশ্বিন ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

ট্রেনের ধাক্কায় 'উড়ে গেল' ক্রসিংয়ে আটকা ট্রাক (ভিডিও)

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০১:৩৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০২২, ০১:৩৩ PM

bdmorning Image Preview


ভারতের কর্ণাটকের একটি ক্রসিংয়ে রেললাইনের ওপর ট্রাক আটকে পড়ার ঘটনা ঘটেছে। এনডিটিভি জানিয়েছে, ট্রাকটিকে ধাক্কা দিয়ে উড়িয়ে দিয়েছে একটি ট্রেন।  

জানা গেছে, ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে ট্রাকটি থাকা অবস্থায় সামনে প্রতিবন্ধক দেওয়া হয়। অবশেষে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ঘটনাস্থলে ট্রেন এসে যায়।

এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ট্রেনের ধাক্কায় বিশালাকার ট্রাকটির পেছনের অংশ ছিটকে রেললাইনের বাইরে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই অবশ্য ট্রেনটি থেমে যায়।

এ সময় রেল ক্রসিংয়ে দাঁড়ানো লোকজন দূরে দৌড়ে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এনডিটিভি।

সূত্র: এনডিটিভি

ভিডিওটি দেখতে পারেন ...

 

 

Bootstrap Image Preview