Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ রাতেই প্রধানমন্ত্রিত্ব হারাতে পারেন বরিস জনসন!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জুলাই ২০২২, ১০:৫০ PM
আপডেট: ০৬ জুলাই ২০২২, ১০:৫০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে তার নিজ দল কনজারভেটিভ পার্টির সদস্যরা বুধবারই অনাস্থা ভোট আয়োজন করতে পারে। 

 এমন তথ্য জানিয়েছেন স্কাই নিউজের সাংবাদিক টম লারকিন।

স্কাই নিউজের এ সাংবাদিক ১৯২২ কমিটির সদস্য। যারা কনজারভেটিভ পার্টির নিয়ম-কানুন নিয়ে কাজ করে। 

গত ৬ জুন বরিস জনসনের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজন করেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। 

এ দলটির গঠনতন্ত্র অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একবার কোনো অনাস্থা ভোট আয়োজন করলে, আগামী এক বছরের মধ্যে কোনো এরকম ভোট আয়োজন করা যাবে না। 

কিন্তু এ নিয়ম পরিবর্তন করা হতে পারে এবং সেটি ব্রিটিশ সময় স্থানীয় সময় বুধবার সন্ধ্যাতেই। 

তিনি আরও জানিয়েছেন, যুক্তরাজ্যের স্থানীয় সময় রাতে বরিস জনসনের বিরুদ্ধে আরেকটি অনাস্থা ভোট হতে পারে। 

এ ব্যাপারে টুইটারে টম লারকিন বলেছেন, আজ সন্ধ্যাই নিয়ম পরিবর্তন হতে পারে এবং রাতে অনাস্থা ভোট হতে পারে। তবে পুনরায় অনাস্থা ভোট হতে পর্যাপ্ত এমপির সমর্থন লাগবে। 

এদিকে বাংলাদেশ সময় রাত ৯টার মধ্যে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকারের ২৭ জন ব্যক্তি পদত্যাগ করেন। যার মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী মন্ত্রী রয়েছেন।

Bootstrap Image Preview