Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতের স্পাইসজেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৫:২৬ PM
আপডেট: ০৫ জুলাই ২০২২, ০৫:২৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের স্পাইসজেটের একটি প্লেন পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। সংবাদ সংস্থা এএনআই মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটি দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেছিল। যান্ত্রিক গোলযোগের কারণেই প্লেনটি করাচিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে বলে জানানো হয়।

এএনআই জানিয়েছে, স্পাইসজেটের এসজি ১১ প্লেনটি দিল্লি থেকে সঠিক সময়েই যাত্রা করেছিল। কিন্তু মাঝপথে প্লেনটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং এটি ঘুরে পাকিস্তানের করাচি বিমানবন্দরের দিকে চলে যায়। সেখানে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।

এ নিয়ে গত তিন মাসে আটবার স্পাইসজেটের বিমানে যান্ত্রিক গোলযোগের ঘটনা ঘটল। বিমান সংস্থাটি জানিয়েছে, বিমানটিতে আলোর সমস্যা হচ্ছিল বলেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

বিমানের জরুরি অবতরণের খবর প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই ভারতের ওই বেসরকারি বিমান সংস্থার মুখপাত্র বিমান বিভ্রাট নিয়ে বিবৃতি দেন। তিনি বলেন, দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বি৭৩৭ প্লেনটিকে ইন্ডিকেটকরের আলোর যান্ত্রিক ত্রুটির জন্য করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়।

করাচিতে প্লেনটিতে নিরাপদেই অবতরণ করেছে। যাত্রীরাও নিরাপদে আছেন। তাদের জন্য আলাদা বিমানে গন্ত্যব্যে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।

স্পাইসজেট জানিয়েছে, দিল্লি থেকে আরেকটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে। সেটি করাচিতে অপেক্ষারত বিমানযাত্রীদের নিয়ে দুবাই রওনা হবে। তার আগ পর্যন্ত যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

Bootstrap Image Preview