Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমি সৌদির পাঁচশো রিয়াল দিবো, দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৫:৫৩ PM
আপডেট: ২৮ জুন ২০২২, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ছবি: বামে ভিক্ষাক্ষুক মতিয়ার রহমান এবং ডানে ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের এম.ডি কাজী মো. আবদুল জব্বার।


সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ভিক্ষা করার অভিযোগে মতিয়ার রহমান নামে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ভিসার শর্ত ভঙের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে। এই ঘটনায় হজযাত্রীকে সৌদিতে পাঠানো ধানসিঁড়ি ট্রাভেলস এয়ার সার্ভিস নামে হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি ধর্ম মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছে প্রতিষ্ঠাননিটি। তারা বলছেন, ২০১৩ সালে লাইসেন্স প্রাপ্তির পর থেকে এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি তাদের। এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে যা দেশের জন্য দুঃখ জনক।

মতিয়ার রহমান সৌদি আরবে হজ নয়, ভিক্ষা করতে যায়। এর আগেও বেশ কয়েকবার গিয়েছেন হজে। বেশির ভাগ সময় থাকেন ভারতে। আর ভারত, পাকিস্থান, আফগানিস্থানের লোকজন নিয়ে করেন ভিক্ষা। এবার সৌদিতে ভিক্ষা করতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পরই বেরিয়ে আসে একের পর এক তথ্য।

তবে ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের আইটির হেড জামাল আবাবিল বাংলা ভিশনকে জানান, বিভিন্ন অঞ্চলে গ্রুপ লিডার রয়েছে তাদের মাধ্যমে হজ যাত্রীদের নিয়ে আসা হয়। যাত্রীদের সঙ্গে তাদের  দেখা হয় না। পাসপোর্ট দেখেই তারা এন্টি করেদেন। তাদের কাছে যাত্রীর কোনো তথ্য থাকে না।

‘কেউ ২০ থেকে ২৫ জনকে নিয়ে আসে আবার কেউ পাঁচজন নিয়ে আসে, আমরা শুধু প্রসেসিং করি। যরা যাচ্ছেন তাদের আইডি কার্ড রয়েছে। তারপরেও ফেইস দেখলে বলতে পারতাম তারা কোন জাতীয় লোক। যেহেতু ফেইস  বা সরাসরি দেখি না তাই বুঝতেও পারি না।’ 

এবার ধানসিঁড়ি সরকার থেকে ১৪৬ জন হজ্জযাত্রী হজ করতে গিয়েছেন বলেও জানান এই কর্মকর্তা।

ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিসের এম.ডি কাজী মো. আবদুল জব্বার জানান,  ‘আমরা দীর্ঘ দিন এই ব্যবসার সাথে জড়িত এই প্রথম ঘটেছে এমন ঘটনা, আগে কখনও ঘটেনি। আমরা যখন জানতে পেরেছি। ওনার সাথে কথা বলেছি, সে বলছে মোবাইল নেই, তাকে এজেন্সি থেকে একটি মোবাইল কিনে দিয়েছি। আপনি এগুলো করবেন না, আমি আপনাকে সৌদির পাঁচ‘শ রিয়াল দিবো। আপনি কোনোভাবে দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না।’

তিনি আরও বলেন, দেশে আসার পর তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন জানান, ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে। দেশে আসা মাত্র তাকে গ্রেপ্তার হবে। এই অপরাধের জন্য ধানসিঁড়ি ট্রাভেল এয়ার সার্ভিস (হজ লাইসেন্স নং ৭৩৭) এর লাইসেন্সও বাতিল করা হবে। 

মতিয়ারের এই ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আর হজের নামে হাজী ভিসায় সৌদি গিয়ে ভিক্ষাবৃত্তির ঘটনায় বিব্রত ও লজ্জিত সরকারের হজ মিশনও। তাই আগামী বছর থেকে হজে যেতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর বিষয়ে জোর দিতে বলেন অনেকে।

Bootstrap Image Preview