Bootstrap Image Preview
ঢাকা, ০৮ সোমবার, আগষ্ট ২০২২ | ২৩ শ্রাবণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভিডিও করা বায়েজিদের ১০ দিনের রিমান্ড চাইবে সিআইডি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৩:৫৮ PM
আপডেট: ২৭ জুন ২০২২, ০৩:৫৮ PM

bdmorning Image Preview


পদ্মা সেতু রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করা টিকটকারের ১০ দিনের রিমান্ড আবেদন করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

পদ্মা সেতু দক্ষিণ থানায় স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭৪ এর ১৫(৩)/২৫ ঘ ধারায় মামলা হয়েছে বায়েজিদ তালহার বিরুদ্ধে।  

 সিআইডির সাইবার ইন্টিলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (২৭ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো যন্ত্রপাতি ছাড়া খালি হাতে পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সম্ভব না।  

এ ঘটনাকে নাশকতামূলক কাজ উল্লেখ করে তিনি বলেন, যারা এ কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হবে। 

রোববার (২৬ জুন) বায়েজিদের আপলোড করা টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে রাজধানীর শান্তিনগর থেকে গ্রেপ্তার করে বায়েজিদ।

শনিবার বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর থেকে সর্বসাধারণের চলাচলের জন্য সেতু উন্মুক্ত করে দেওয়া হয়। 

Bootstrap Image Preview