Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, জানুয়ারী ২০২৬ | ২১ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মা সেতুতে সেলফি তোলায় গুনতে হলো জরিমানা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৩:৪২ PM
আপডেট: ২৭ জুন ২০২২, ০৩:৪২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কুমিল্লা থেকে পদ্মা সেতু দেখতে এসেছিলেন পাঁচ যুবক। কিন্তু বিধি-নিষেধ অমান্য করায় গুনতে হলো জরিমানা।

সেতুতে অবৈধ পার্কিং করার অপরাধে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে যুবকদের বহনকারী প্রাইভেট কার চালককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর ১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর প্রাইভেট কার চালক ফখরুল আলমকে ১ হাজার টাকা জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কুমিল্লা থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো গ ৩৩-৬৪২৮) চালক ও আরও ৫ যুবক পদ্মা সেতু দেখতে আসেন। মাওয়া টোল প্লাজায় টোল আদায় করে সেতুর ওপর ওঠেন তারা। মাঝ সেতুতে প্রাইভেট কার থামিয়ে সেলফি তুলছিলেন।

পদ্মা সেতুতে গাড়ি পার্কিং অবৈধ। তাই প্রাইভেট কার চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পদ্মা সেতুতে গাড়ি পার্কিং না করার তাকে সতর্ক করে দেওয়া হয়।

Bootstrap Image Preview