Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হবার চেষ্টা, পুলিশ বাধা দিলেন পুলিশকে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ০৩:৩৭ PM
আপডেট: ২৭ জুন ২০২২, ০৩:৩৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পুলিশের বাধায় বাইকবোঝাই পিকআপসহ পদ্মা সেতু পার হতে পারলেন না এক পুলিশ সদস্য। এ ঘটনা ঘটেছে আজ সোমবার (২৭ জুন)। তবে তাৎক্ষণিকভাবে ওই পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার থেকে পদ্মা সেতু দিয়ে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সেতু বিভাগ। তাই বিকল্প উপায়ে সেতু পার হচ্ছেন অনেকে।

এদিন সকাল থেকেই দেখা যায়, বহু মোটরসাইকেল চালক পিকআপে করে পদ্মা সেতু পার হচ্ছেন। অনেকে আবার বাইক চালিয়ে সেতু পার না হতে পেরে ক্ষোভ প্রকাশ করেন।

তবে পিকআপে মোটরসাইকেল নিয়ে সেতু পারাপারের এক ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্যকে বাধা দিচ্ছেন অন্য পুলিশ সদস্যরা। এসময় ওই পুলিশ সদস্যকে পিকআপের সামনের সিটে বসে থাকতে দেখা যায়।

আর অন্য পুলিশ সদস্যদের বলতে শোনা যায়, এটা (পিকআপ) ব্যাকে দেন তো, ব্যাকে দেন। তখন পিকআপ থেকে নেমে পড়েন ওই পুলিশ সদস্য। তবে পিকআপে মোটরসাইকেলসহ ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন।

ফেরি চলার পরও কেন পিকআপে করে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হচ্ছেন, জানতে চাইলে একজন বলেন, তিন ঘণ্টা ধরে অপেক্ষা করেছি। কোনো ফেরি চলছে না।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) উদ্বোধন করা হয় স্বপ্নের পদ্মা সেতু। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহু কাঙ্ক্ষিত এই সেতু সাধারণ যানবাহনের জন্য খুলে দেয়া হয় রোববার সকাল ৬টায়। এরপর থেকেই প্রচুর যানবাহন সেতু পার হওয়া শুরু করে। এতে সেতুর দুই অংশে যানজট লেগে যায়। আর রোববার রাতেই সেতুতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার পর সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়।

Bootstrap Image Preview