Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একটি মোটরসাইকেল ১৩০০ টাকা দিয়ে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন আরোহীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১২:৪৯ PM
আপডেট: ২৭ জুন ২০২২, ১২:৪৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সেতুতে মোটরসাইকেল যেতে না দেওয়ার নির্দেশের পরও কৌশলে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন মোটরসাইকেলচালকরা। এমনই একজন আবদুর রহমান। তিনি টোল দিতে এসে ফেরত যান। মোটরসাইকেল চালিয়ে যেতে পারন নি। পাশে গিয়ে পিকআপ ভাড়া করেন। ভাড়া নেয় ১৩০০ টাকা। এভাবেই গন্তব্যে পৌঁছেন তিনি। 

শুধু রহমানই নয়; এমন অনেকে জাজিরা টোল প্লাজায় এসে বিড়ম্বনার শিকার হন। আবার কেউ জেনেই এসেছেন। কেউবা না জেনে। তাদের ফিরে যেতে হয়েছে। পদ্মা পার হতে হয়েছে অন্য কোনো পন্থায়।

জাজিরা প্রান্তে দায়িত্বরত এসআই শাহ নেওয়াজ জানান, গতকাল জারিকৃত নির্দেশমতে আজ সোমবার সকাল থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পার হতে পারছে না। পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনী কঠোর অবস্থানে।

সেনাবাহিনী মাইকিং করে যাত্রীদের সতর্ক করে দিচ্ছেন। যাতে যাত্রীরা সেতুতে যানবাহন থামিয়ে ছবি তোলা ও ভিডিও না করে।

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, যাত্রীদের সার্বিক নিরাপত্তার কারণে সেতু কর্তৃপক্ষ মোটরসাইকেল চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখেছে। গতকাল রোববার ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে যানবাহন পাড় হয়েছে ৫১ হাজার। এতে মোট আদায় ২ কোটি ৯ লাখ টাকা।

Bootstrap Image Preview