Bootstrap Image Preview
ঢাকা, ০৮ সোমবার, আগষ্ট ২০২২ | ২৩ শ্রাবণ ১৪২৯ | ঢাকা, ২৫ °সে

অধিনায়কত্ব ছাড়ার এক ম্যাচ পর দল থেকে বাদ মুমিনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ০৮:২২ PM
আপডেট: ২৪ জুন ২০২২, ০৮:২২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অধিনায়কত্ব ছেড়েও ফিরে পাননি ফর্ম। শেষ পর্যন্ত দল থেকে বাদই পড়তে হলো মুমিনুল হককে।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ‍লুসিয়া টেস্টে বাংলাদেশের একাদশে নেই তিনি।  
তার বদলে প্রায় আট বছর পর টেস্ট দলে জায়গায় করে নিয়েছেন এনামুল হক বিজয়। এক ম্যাচ আগেও বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিলেন মুমিনুল। ব্যাটিংয়ে মনোযোগী হওয়ার কথা জানিয়ে নেতৃত্ব ছাড়েন তিনি।  

এছাড়াও অ্যান্টিগা টেস্টের একাদশে এসেছে আরও এক পরিবর্তন। মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে, তার জায়গায় খেলবেন শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে এক পরিবর্তন গুদাকেশ মোতির জায়গায় অভিষেক হচ্ছে অ্যান্ডারসন ফিলিপের। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশনে টস হেরে আগে ব্যাট করতে হবে সাকিব আল হাসানের দলের।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন।ওয়েস্ট ইন্ডিজ একাদশ :  ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, রেইমন রেইফার, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, কাইল মায়ের্স, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), আলঝারি জোসেফ, কেমার রোচ, অ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলস।

Bootstrap Image Preview