Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অষ্টগ্রামের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দিলেন ইউএনও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১২:১৬ AM
আপডেট: ২৪ জুন ২০২২, ১২:১৬ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে রাস্তা ঠিক রাখতে গাড়ি চলাচল বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বুধবার (২২ জুন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, অষ্টগ্রাম উপজেলায় বন্যা পরিস্থিতির কারণে উপজেলার কাঁচা/পাকা রাস্তা সমূহের ক্ষয়ক্ষতি থাকায় সকল প্রকার ভারি যানবাহন (যেমন: ছোট বড় ট্রাক্টর ও ট্রলি) চলাচল নিষিদ্ধ করা হলো। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন-অর-রশিদ ঢাকা পোস্টকে বলেন, বন্যার পানির কারণে রাস্তাগুলো নরম হয়ে গেছে। রাস্তাগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেয়া হয়েছে। বন্যার পানি সরে গেলেই এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview